জাতীয় ঐক্য গড়তে পারলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে

দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় ঐক্য গড়তে পারলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘মত ও পথের ভিন্নতা থাকতে পারে। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ঐকমত্য হলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রানী ফুড ইন্ডাস্ট্রি লিমিটেডের নতুন পণ্য গোল্ডমার্ক কুকিজ ও রিংগো রিয়েল পটেটো চিপসের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মুনসুর, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের ব্যস্থাপনা পরিচালক মো. বশিরসহ কর্মকর্তা ও পরিবেশকরা। বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সূচক অনেক ভাল। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো জাতীয় ঐক্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই আমাদের নেই। তিনি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো দেশী ও বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করা। সেই উদ্দেশ্য সাধনের জন্য আমাদের প্রধান কাজটি হলো চাহিদামতো গ্যাস সরবরহ করা। দেশে যে পরিমাণ  গ্যাসের মজুদ রয়েছে তাতে করে ঠিকমতো গ্যাস ব্যবহার করলে সঙ্কট হওয়ার কথা নয়। মন্ত্রী বলেন, সব ক্ষেত্রে আজকে আমরা এগিয়ে যাচ্ছি ’৭২-৭৩ সালে আমাদের রপ্তানি ছিল ২০০ বিলিয়ন ডলার। আজকে সেটা ৩০.৫ বিলিয়ন ডলার। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে রপ্তানি ৫০ বিলিয়ন ডলার হওয়া অস্বাভাবিক নয়। মন্ত্রী দেশের উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, লাগাতার হরতাল ও অবরোধ থাকার পরেও রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ১৪.২ বিলিয়ন ডলার সেটা ১৪.৬৮ বিলিয়ন ডালার হয়েছে। আমাদের দেশের রপ্তানিকারক ও ব্যবসায়ীরা অনেক দক্ষ।  আগামী দিনগুলো যেসব দেশ অর্থনীতিতে অগ্রগতি লাভ করবে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তিনি বলেন, ভারত  অ্যালকোহল ও তামাক পণ্য ছাড়া সব ধরণের পণ্যে কোটা মুক্তি সুবিধা দেবে। এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে চায়। এজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। সূত্র: দৈনিক মানবজমিন, ১২ ফেব্রুয়ারী ২০১৪

0 comments

আপনার মন্তব্য লিখুন