১৪টি মডেলের মোটরসাইকেল নিয়ে বাণিজ্যমেলায় রানার

১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৪টি দৃষ্টি নন্দন মডেলের মোটরসাইকেল নিয়েছে এসেছে ডায়াং-রানার। এগুলোর মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে টার্বো-১৫০ সিসি, এলএমএল ফ্রিডম-১১০ সিসি, বুলেট-১৩৫ সিসি, রয়েল প্লাস-১০০ সিসি মডেলের মোটরসাইকেল। বাণিজ্য মেলার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে সোজা দক্ষিণ দিকে এগিয়ে হাতের বা দিকে ২২ নম্বর প্রিমিয়ার স্টলে নানা মডেলের মোটরসাইকেল সাজিয়েছে রানার। স্টলে রয়েছে ১০.৫৫ এবং ১১.৯০ মডেলের দু’টো আইশার ট্রাক। বাণিজ্য মেলার ইতিহাসে এবারই প্রথম ট্রাক নিয়ে এসেছে রানার। স্টলের বিক্রয় প্রতিনিধি আলেক খন্দকার জানান, বাণিজ্য মেলা উপলক্ষ্যে প্রতিটি মোটরসাইকেলে ৫ হাজার টাকা ছাড় অথবা রানারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অটোগ্রাফসহ মোটরসাইকেল বিক্রি করা হচ্ছে। তিনি জানান, মেলায় বেশ সাড়া জাগিয়েছে ফ্রিডম রানারের আপকামিং মডেলের-১০০ সিসি’র মোটরসাইকেল। এটি নারী এবং পুরুষ উভয়ই চালাতে পারবেন। এটির মাইলেজ লিটারে ৬০ থেকে ৬৫ কিলোমিটার। স্টলের অপর একজন বিক্রয় প্রতিনিধি জানান, ভারতীয় এলএমএল ফ্রিডম-১১০ সিসি মোটরসাইকেলটিও বেশ সাড়া ফেলেছে। এটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। মাইলেজ প্রতি লিটারে ৬০ কিলোমিটার। এর দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া টার্বো-১৫০ সিসি মডেলের মোটরসাইকেলেও এসেছে নতুন চমক। ভিন্ন ভিন্ন ৪টি রঙের এ মোটরসাইকেলে সংযোজন করা হয়েছে ডিজিটাল মিটার, নতুন মডেলের হেডলাইট কাভারসহ পেছনের চাকাও মোটা করা হয়েছে। এর দাম ১ লাখ ৪২ হাজার টাকা। স্টল কর্তৃপক্ষ জানায়, মেলা উপলক্ষে ডায়াং-রানার বুলেট-১৩৫ সিসি, বুলেট-১০০ সিসি, ফ্রিডম ট্রোভার ৮০ সিসি, ফ্রিডম এফ-১০০-৬এ, ডায়াং রানার গ্যালাক্সি-৮০ সিসি, এ্যাপোলো-৮০ সিসি মডেল বিক্রি হচ্ছে।
 ২ ফেব্রুয়ারি ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন