বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকে বদলির হিড়িক

নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকে উচ্চ পর্যায়ে বদলি ও পদোন্নতির হিড়িক পড়েছে। প্রয়োজন, অপ্রয়োজন ও ব্যাংক কেলেঙ্কারি ঠেকাতে ২০ জন কর্মকর্তাকে এ আদেশ দেয়া হয়। এরা প্রত্যেকে এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পর্যায়ের কর্মকর্তা। এর আগে একসঙ্গে এত কর্মকর্তা বদলির ঘটনা ঘটেনি। তবে প্রতিটি আদেশ নিয়ম মোতাবেক-ই করা হয়েছে। এদের মধ্যে একজন বিতর্কিত জিএমও রয়েছেন। অশোক কুমার দে নামের এজিএম বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ ১-এ কর্মরত। নিয়ম অনুযায়ী তার বদলির আদেশ হয় রংপুর অফিসে। কিন্তু এ আদেশ স্থগিতের জন্য গভর্নর ড. আতিউর রহমানের কাছে তার তদবিরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা মানবজমিনকে বলেন, অতীতের মতো এবারও অশোক কুমার দে অন্যায় ও বেআইনি আবদার শুরু করেছেন। গভর্নরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন এ মুহূর্তে তার মতো ভাল কর্মকর্তা বিভাগীয় শহরে বদলি হলে ব্যাংকিং খাতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর যদি গভর্নরকে সে বিষয়টি বোঝাতে পারে তবে তার যাওয়া স্থগিত হওয়ারও আশঙ্কা করেন এ কর্মকর্তা। এ ছাড়া তার বিরুদ্ধে বেআইনিভাবে একজন ডিজিএমকে ওএসডি করা, গণমাধ্যম কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অতিমাত্রায় সরকারদলীয় আচরণসহ নানা অভিযোগও রয়েছে। ২০১৩ সালের ৩১ই ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ মহাব্যবস্থাপক কে এম গাওছুজ্জামান ও সহকারী পরিচালক সৈয়দা জিন্নাত সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এ বদলির কথা উল্লেখ করা হয়। এতে দেখা যায়, মোহাম্মদ মোবারক হোসেন ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে সিলেট অফিস, অশোক কুমার দে ব্যাংক পরিদর্শন-১ থেকে রংপুর অফিস, মো. খুরশীদ আলম গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্ট থেকে চট্টগ্রাম অফিস, সুলতান আহাম্মদ সিলেট অফিস থেকে ব্যাংক পরিদর্শন বিভাগ-২, মো. বজলার রহমান মোল্যা রংপুর অফিস থেকে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি, মো. সাইফুল ইসলাম খান কারেন্সি অফিসার থেকে মতিঝিল অফিস, এ এন এম আবুল কাশেম সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংদেনিং প্রজেক্ট সেল থেকে কারেন্সি অফিসার, কে এম গাওছুজ্জামান হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১, কে এম আবদুল ওয়াদুদ গৃহায়ন তহবিল থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, মো. হুমায়ূন কবীর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, আবু ফরাহ মো. নাছের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, শেখ আবদুল্লাহ হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংদেনিং প্রজেক্ট সেল, মো. সোহরাওয়ার্দী বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, মো. মজিবর রহমান হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে গৃহায়ন তহবিল ও আবুল মনসুর আহমেদকে ব্যাংক পরিদর্শন বিভাগ-২ থেকে গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্টে বদলি করা হয়। ওই আদেশে আরও উল্লেখ করা হয়, নতুন করে তিন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। মনোজ কুমার বিশ্বাস ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, রোকেয়া আক্তার হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ ও মো. মাছুম পাটোয়ারীকে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের জিএম পদে পদোন্নতি দেয়া হয়। এ ছাড়া মতিঝিল অফিসের জিএম ও চট্টগ্রাম অফিসের জিএমকে ইডি পদে পদোন্নতি দেয়া হয়। তবে চট্টগ্রাম অফিসের জিএমকে ইডি করে একই স্থানে রাখলেও মতিঝিল অফিসের জিএম থেকে ইডি হওয়া কর্মকর্তাকে খুলনা অফিসে বদলি করা হয় বলে সূত্র জানিয়েছে। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন