ভারতের তারকারা এখন চুল কেটে, চা বেচে পয়সা কামাচ্ছেন!

রূপালি পর্দার অভিনেতা-অভিনেত্রীরা করেন না এমন কিছু নেই। সময়ে ধনীর আদুরে দুলাল, পরক্ষণেই শ্রমিক। কখনোবা দেশের প্রধানমন্ত্রী সেজে রাজ্যপাট চালান, কখনও মজলুম জনতার প্রতিবাদী প্রতিনিধি হয়ে সেই রাজনীতিকদেরই মূলোৎপাটন করেন- তা কেবল ওই ক্যামেরাবন্দি জগতটার ভেতরেই। বাস্তবের সঙ্গে এর মিল নেই। কিন্তু হঠাৎ যদি দেখা যায় স্বপ্নজগতের এই মানুষগুলো জনপদের সাধারণ বেশে চুল কেটে, চা বেচে পয়সা কামাচ্ছেন, তা হলে কেমন হবে? সম্ভবত ভারতবাসী এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। সম্প্রতি দেশটির সুপারস্টার সালমান খান, চিত্রপরিচালক করণ জোহর, ক্রিকেটার হরভাজন সিং ও সঙ্গীতশিল্পী মিকা সিংসহ ভারতের সেলিব্রিটিরা সাধারণ মানুষের বেশে সাধারণ কাজ করছেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তারা সাধারণ মানুষের মতো সাধারণ টুপি পরছেন, চা বিক্রি ও চুল কাটার মতো সাধারণ কাজ করে কিছু অতিরিক্ত আয় করতে চেষ্টা করছেন। তবে তারা এসব করছেন ‘মিশন সপনে’ নামের একটি প্রকল্পের অংশ হিসেবে। বলিউড সুপারস্টার সালমান খান দিল্লির এক শারীরিক প্রতিবন্ধী গরিব নরসুন্দর কুরবান আলীর জন্য টাকা তুলতে চুল কাটার কাজ করেছেন। সালমান দিল্লির এক সেলুনে গিয়ে চুল কাটেন। সেখানে এই সুপারস্টারের কাছ থেকে চুল কাটার জন্য অনেক লোক ভিড় করে। গরিব কুরবান আলী একটি সেলুনে কাজ করে সামান্য আয়-রোজগার করে। একটি ছেলে সালমানের কাছে এসে স্টাইল বিষয়ে পরামর্শ চাইলে সালমান মজা করে তার দাড়ি ছেঁটে দেন।সূত্র: দৈনিক যুগান্তর, ১০ ফেব্রুয়ারী ২০১৪

0 comments

আপনার মন্তব্য লিখুন