এডিবি অ্যাওয়ার্ড পেলো কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের মধ্যে বাস্তবায়ন দক্ষতা বিচারে কেন্দ্রীয় ব্যাংকের ‘দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প’ (এসসিডিপি) সেরা প্রকল্পের স্বীকৃতি পেয়েছে। গত বুধবার ঢাকায় একটি হোটেলে এডিবির ভারপ্রাপ্ত আবাসিক প্রধান স্টেফেন একিলান্ড প্রকল্পের পরিচালক এবং কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিকের হাতে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। বর্তমানে বাংলাদেশে এডিবির ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে ৫৭টি প্রকল্প বাস্তবায়নাধীন। চলতি বছরের ৩০শে জানুয়ারি পর্যন্ত এসসিডিপি তহবিলের আওতায় ১২৩ কোটি ২৩ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে। এ প্রসঙ্গে প্রভাষ চন্দ্র মল্লিক বলেন, শুরুতে প্রকল্প বাস্তবায়ন কিছুটা মন্থর থাকলেও এডিবি ও সরকারের কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এখন অগ্রগতি এসেছে। যার জন্য বাস্তবায়নকারী প্রতিনিধি হিসেবে এ পুরস্কার পাওয়া। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টি যোগান দেয়া সম্ভব হচ্ছে। উল্লেখ্য, এসসিডিপি প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক ২০১০ সালে এডিবির অর্থায়নে ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে। এই তহবিলের আওতায় দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ২৫ জেলার ৫৪ উপজেলায় ২৩টি উচ্চমূল্যের ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষককে ঋণ প্রদান করা হচ্ছে। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত। 
সূত্র: দৈনিক মানবজমিন, ০৯ ফেব্রুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন