নজিরবিহীন সহিংসতায় বৈদেশিক বিনিয়োগ কমেছে
নির্বাচন ঘিরে নজিরবিহীন সহিংসতায় বৈদেশিক বিনিয়োগ
অনেক কমে গেছে। বিদেশী উদ্যোক্তা যারা এসেছিলেন, তারা সাবধান হয়ে গেছেন।
সেই সাবধানতা এখনও কাটেনি। দেশের ব্যক্তি মালিকানা খাতও আশানুরূপ বিনিয়োগ
করেনি। তবে অচিরেই সেই বিনিয়োগ শুরু হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিত। এর কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনের পরে শান্তি-শৃঙ্খলা ও
আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে সময় লাগার কথা ছিল তা লাগছে না। গত শুক্রবার
রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বার্ষিক
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুহিত বলেন, গত ছয় মাস ছিল
অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ছিল
নজিরবিহীন। যেভাবে জনজীবন ও অর্থনীতিকে বিপন্ন হতে দেখেছি তা আগে কখনও
দেখিনি। তার পরেও অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থনীতি ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত
হয়নি। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানির প্রসারের কথা বলেছেন
তিনি। তবে রাজনৈতিক সহিংসতার ক্ষতির কারণে বাজেটে বড় ধরনের পরিবর্তন আনা
হতে পারে বলে জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান,
মোবাইলফোন অপারেটর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহা
ও ইআরএফের সভাপতি খাজা মাঈনউদ্দিন বক্তব্য দেন।
পুরস্কার পেলেন যারা: ইআরএফ-রবির বার্ষিক পুরস্কার বিতরণী ২০১৩-তে সাধারণ অর্থনীতি ক্যাটিগরিতে (প্রিন্ট ও অনলাইন মিডিয়া) সেরা প্রতিবেদনের পুরস্কার পেয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজান চৌধুরী ও শাহ আলম খান। মিজান ‘দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে হরিলুট’ শিরোনামে তিন পর্বে ধারাবাহিক প্রতিবেদন এবং শাহ আলম ‘প্রবাসীদের কদর নেই’ শিরোনামে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতে প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর এ জেড এম আনাস। তিনি নিট পোশাক কারখানার অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন করেন। টেলিভিশনে সেরা প্রতিবেদনের পুরস্কার পেয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার আবদুল কাইয়ুম তুহিন। ‘জালিয়াত চক্রের ফাঁদ গ্রামেও’ শিরোনামে প্রতিবেদনের জন্য তিনি পুরস্কার পান। ইআরএফের সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে ইআরএফের পক্ষ থেকে দুজন সিনিয়র সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়। তারা হলেন- দৈনিক ইত্তেফাকের নাজিম উদ্দিন মোস্তান (মরণোত্তর) ও সৈয়দ কামাল উদ্দিন।
পুরস্কার পেলেন যারা: ইআরএফ-রবির বার্ষিক পুরস্কার বিতরণী ২০১৩-তে সাধারণ অর্থনীতি ক্যাটিগরিতে (প্রিন্ট ও অনলাইন মিডিয়া) সেরা প্রতিবেদনের পুরস্কার পেয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজান চৌধুরী ও শাহ আলম খান। মিজান ‘দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে হরিলুট’ শিরোনামে তিন পর্বে ধারাবাহিক প্রতিবেদন এবং শাহ আলম ‘প্রবাসীদের কদর নেই’ শিরোনামে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতে প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর এ জেড এম আনাস। তিনি নিট পোশাক কারখানার অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন করেন। টেলিভিশনে সেরা প্রতিবেদনের পুরস্কার পেয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার আবদুল কাইয়ুম তুহিন। ‘জালিয়াত চক্রের ফাঁদ গ্রামেও’ শিরোনামে প্রতিবেদনের জন্য তিনি পুরস্কার পান। ইআরএফের সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে ইআরএফের পক্ষ থেকে দুজন সিনিয়র সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়। তারা হলেন- দৈনিক ইত্তেফাকের নাজিম উদ্দিন মোস্তান (মরণোত্তর) ও সৈয়দ কামাল উদ্দিন।
সূত্র: দৈনিক মানবজমিন, ০৯ ফেব্রুয়ারী ২০১৪
0 comments
আপনার মন্তব্য লিখুন