শিল্পখাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে

চলতি অর্থ বছরের প্রথম ছয় মাস শেষে শিল্প খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ২৯৩ কোটি টাকা। যা আগের অর্থ বছরের (২০১২-১৩) একই সময়ে ছিল ১০ হাজার ৫২৫ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাত্ এ সময়ে শিল্প খাতে সাত দশমিক ২৯ শতাংশ খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প খাতে ৮০ হাজার ৩৫৫ কোটি ৭৫ লাখ টাকার ঋণ বিতরণ করে। যা এর আগের অর্থ বছরের একই সময়ে ছিলো ৭১ হাজার ৫৮২ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসেবে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে ১২ দশমিক ২৬ শতাংশ ঋণ বিতরণ বেড়েছে। তবে এরমধ্যে মেয়াদি ঋণ বিতরণ কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক শেষে শিল্পখাতে এর আগের প্রান্তিকের তুলনায় খেলাপি ঋণ দ্বিগুণ বেড়েছিল। সে সময়ে শিল্পখাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল ১৬ হাজার ৮ কোটি ৪৬ লাখ টাকা। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে প্রথম প্রান্তিকের তুলনায় খেলাপি ঋণ কমেছে ২৯ দশমিক ৪৫ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে নতুন কর্মসংস্থান তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিল্পখাত। রাজনৈতিক অস্থিরতা, বিদ্যুত্-গ্যাস সংযোগ না পাওয়াসহ নানামুখী সংকটের মধ্যেও গত অর্থ বছরে এ খাতে ৩০ শতাংশ ঋণ বিতরণ বেড়েছিল। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে ঋণ বিতরণ কমেছিল ৪ দশমিক ৩৮ শতাংশ। তবে দ্বিতীয় প্রান্তিক শেষে শিল্প খাতে ঋণ বিতরণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শিল্পখাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩৩ হাজার ৪১ কোটি ৫০ লাখ টাকার ঋণ বিতরণ করেছিল। যা গত অর্থ বছরের একই সময়ে ছিলো ৩৪ হাজার ৫৫৪ কোটি ২৪ লাখ টাকা। সে হিসেবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে শিল্পখাতে ঋণ বিতরণ কমেছিল ৪ দশমিক ৩৮ শতাংশ।

পরিসংখ্যানে দেখা যায়, শিল্প খাতে ঋণ আদায়ের পরিমাণও বেড়েছে। ২০১২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আদায় হয়েছে ৫৭ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। যা চলতি অর্থ বছরের ছয় মাস শেষে আদায় হয়েছে ৭৪ হাজার ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসেবে ছয় মাসে শিল্প ঋণ আদায় বেড়েছে ২৯ দশমিক ৯৫ শতাংশ। একই সঙ্গে ঋণের স্থিতি বেড়েছে ১১ দশমিক ২৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০১৩-১৪ অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় মেয়াদি শিল্প ঋণ বিতরণ ১ দশমিক ৭৭ শতাংশ হরাস পেলেও আদায়ের পরিমাণ বেড়েছে ২৪ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আলোচ্য সময়ে শ্রেণীকৃত ঋণের পরিমাণ তুলনামূলকভাবে ৫ দশমিক ৯৩ শতাংশ হরাস পেয়েছে। আর মেয়াদোত্তীর্ণ ঋণ ৫ দশমিক ৬৩ শতাংশ এবং শ্রেণীকৃত ঋণ ৩১ দশমিক ৯৪ শতাংশ কমেছে। সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ ফেব্রুয়ারী ২০১৪

0 comments

আপনার মন্তব্য লিখুন