বিশ্বের সবচেয়ে ঝাল পিৎজা!

ব্রিটেনের লিটল ইতালি পিৎজা পার্লারে বিশেষ ধরনের এক পিৎজা তৈরি করা হয়। এটি পৃথিবীর সবচেয়ে ঝাল পিৎজা। এর এমনই ঝাল, যা জিহ্বাকেও রক্তাক্ত করে দিতে পারে। বিশেষ এই পিৎজার নাম রাখা হয়েছে ‘ডেথ বাই পিৎজা’। জানা গেছে, বিশেষ এ পিৎজায় ত্রিনিদাদের ‘মরগুয়া স্করপিয়ন’ জাতের ২০টি মরিচ ব্যবহার করা হয়। এই বিশেষ জাতের মরিচটি পুলিশের মরিচের গুঁড়ার স্প্রের চেয়েও ঝাঁজালো। এটি এতই ঝাল যে খেয়ে হৃদরোগেও আক্রান্ত হতে পারেন যে কেউ। পিৎজাটি বানিয়েছেন ব্রিটেনের গ্রানথামের বিন্দি ইন্ডিয়ান রেস্টুরেন্টের সেফ জেমস ব্রডরিক। বিশেষ এই পিৎজা মাত্র ৩০ মিনিটে যারা শেষ করতে পারবেন তাদের পুরস্কার হিসেবে এক গ্লাস দুধ ও ২০ পাউন্ড দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
এ বিষয়ে জেমস বলেন, গত ৫ ফেব্র“য়ারি একজন কাস্টমার এই পিৎজা খাওয়ার ব্যাপারে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। কিন্তু ১২ ইঞ্চি পিৎজাটির এক টুকরা খেয়েই তিনি হার মানেন। সূত্র: দৈনিক যুগান্তর, ১০ ফেব্রুয়ারী ২০১৪

0 comments

আপনার মন্তব্য লিখুন