ব্র্যাক ব্যাংকের ম্যারাথন দৌড়

আর্ত-মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মীরা। গত শুক্রবার পুলিশ প্লাজা পয়েন্ট থেকে এ দৌড় প্রতিযোগিতার শুরু হয়। এরপর হাতিরঝিলের বিভিন্ন প্রান্তে ঘুরে ফের পুলিশ প্লাজায় এসে শেষ হয়। এতে ব্র্যাক ব্যাংকের ২০০০ কর্মী অংশ নিয়ে ৫.২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০১৪-কল্যাণের পথচলা’ শীর্ষক ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মানুষ, পৃথিবী ও মুনাফা- এই ৩টি মূল দর্শনের আলোকে ব্র্যাক ব্যাংক সবসময় মানবতার কল্যাণে এগিয়ে আসে। ব্যাংকের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সহকর্মীরা এই ম্যারাথনের আয়োজন করেছেন ও নিজেদের উদ্যোগে মানবতার কল্যাণে তহবিল সংগ্রহ করেছেন। এরপর তহবিল থেকে প্রতিবন্ধী ও অবহেলিত শিশুদের উন্নয়নে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. শামীম ফেরদৌসের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি। প্রতিষ্ঠানটি দুস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ম্যারাথন দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ১২ লাখ টাকার তহবিল সংগ্রহ করেছেন। এর সঙ্গে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) তহবিল থেকে সমপরিমাণ অর্থ দিয়ে এ তহবিলকে দ্বিগুণ করা হয়েছে। এসব অর্থে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ ছাড়াও গত বছরের নভেম্বরে উত্তরাঞ্চলের তিনটি জেলার শীতার্ত মানুষকে গরম কাপড় দেয়া হয়েছে। ২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাক ব্যাংকের কর্মীরা মানবতার কল্যাণে ম্যারাথন দৌড়ের আয়োজন করে আসছেন। 
সূত্র: দৈনিক মানবজমিন, ০৯ ফেব্রুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন