ক্ষতিগ্রস্তদের পুনঃঅর্থায়ন আবেদনের সময়সীমা ৩১শে জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য পুনঃঅর্থায়ন আবেদনের সময়সীমা ১লা থেকে বাড়িয়ে ৩১শে জানুয়ারি ২০১৪ করা হয়েছে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আসিবি) ও পুনঃঅর্থায়ন তদারকি কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে প্রথম দফায় ১৫ই ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। এ বিষয়ে তদারক কমিটির আহ্বায়ক ও বিএসইসির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনঃঅর্থায়ন তহবিলের ছাড়কৃত ৩০০ কোটি টাকা বণ্টন আবেদনের ওপর আইসিবি ও তদারক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আবদনকারীদের ইতিবাচক সাড়া আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নতুন করে সময় বাড়ানোর পক্ষে মতামত প্রদান করে। এর ফলে আগামী ৩১শে জানুয়ারি ২০১৪ সময়সীমার মধ্যে আরও ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তিনি আরও জানান, ৩১শে ডিসেম্বর পর্যন্ত পুনঃঅর্থায়ন তহবিলের জন্য ৩৫টি প্রতিষ্ঠানের ১২ হাজার ৪০৬ জন বিনিয়োগকারী আবেদন জমা দিয়েছেন। এতে ৩৪৬ কোটি ১১ লাখ টাকার আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের ২ হাজার ১৩১ জন বিনিয়োগকারীর ৬৬ কোটি ৩৮ লাখ টাকা আইসিবি ঋণ মঞ্জুরি কমিটি বিতরণ করেছে। তদারক কমিটির আহ্বায়ক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান জানান, এ পর্যন্ত ৭টি হাউজকে ৬৬ কোটি ৩৮ লাখ টাকা দেয়া হয়েছে। মোট ২ হাজার ১৩১ জন বিনিয়োগকারী পুনঃঅর্থায়ন সুবিধা পেয়েছেন। এছাড়া ৩৪টি হাউজের ৩৪০ কোটি টাকার আবেদন জমা আছে। অন্যদিকে গত ১৫ ডিসেম্বর পর্যন্ত ২২টি ব্রোকারেজ হাউজের মাধ্যমে সাড়ে ৬ হাজার বিনিয়োগকারী ২০২ কোটি টাকার আবেদন জমা দিয়েছে। এর আগে গত ৩০শে নভেম্বর পর্যন্ত ১ হাজার ৬০০ বিনিয়োগকারীর কাছ থেকে ৫০ কোটি টাকার আবেদন জমা পড়েছিল। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা গেলে পরে কিস্তির টাকা সহজেই ব্যবহার করা সম্ভব হবে। এতে আগামী ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে এ টাকা উত্তোলন সম্ভব হবে। তাই কমিটি চলতি বছরের মধ্যে এ টাকা বিতরণের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের পক্ষে। জানা যায়, গত ২৬শে আগস্ট পুনঃঅর্থায়ন তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংক।
 তহবিলের বাকি ৬০০ কোটি টাকা পরবর্তীতে সমান দুই কিস্তিতে ছাড় করা হবে। এর আগে ২২শে আগস্ট অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর পুনঃঅর্থায়ন তহবিল অর্থ ব্যবহার তদারক করতে কমিটি গঠন হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা ৫ জন। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক নাসিরউদ্দিন আহমেদ, বিএসইসির পরিচালক জাহাঙ্গীর আলম ও আইসিবির উপ-মহাব্যবস্থাপক তারেক নিজামউদ্দিন আহমেদ। প্রথমে ৩ সদস্যের কমিটি গঠন করা হলেও ২রা সেপ্টেম্বর তা বাড়িয়ে ৫ জন করা হয়।
সূত্র: দৈনিক মানবজমিন, ৬ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন