বান কি মুন মর্মাহত- ‘নির্বাচন কম ভোটারের অংশগ্রহণের জন্য চিহ্নিত’

বাংলাদেশে অনুষ্ঠিত ৫ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, এই নির্বাচন মেরুকরণ এবং কম ভোটারের অংশগ্রহণের জন্য চিহ্নিত হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলো এমন কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি, যাতে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন পাওয়া সম্ভব ছিল। সোমবার জাতিসংঘের মুখপাত্রের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে জাতিসংঘ মহাসিচব বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে। এছাড়া সবাই যাতে তাদের সমবেত হওয়ার ও শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের চর্চা করতে পারে- সেই পরিবেশ তৈরি তাগিদ দিয়েছেন বান কি-মুন। জাতিসংঘ মহাসচিব বলেন, জনগণ বা তাদের সম্পদের ওপর হামলা, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জাতিসংঘ মহাসচিব রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে অর্থবহ সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া শুরুর বিষয়ে জনগণের যে প্রত্যাশা তার প্রতি সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন। অহিংসা, অংশগ্রহণ, সমঝোতা ও আলোচনার ভিত্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 
সূত্র: দৈনিক মানবজমিন, ৭ জানুয়ারী ২০১৪  

, ,

0 comments

আপনার মন্তব্য লিখুন