চৌগাছায় ব্যাংক ভাঙচুর জামায়াত কার্যালয়ে আগুন

ফাইল ছবি
যশোরের চৌগাছায় সোস্যাল ইসলামী ব্যাংক ভাঙচুর ও উপজেলা জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হরতাল চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে রোববার বিকালে এ হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ৩টার দিকে হরতালের পক্ষে চৌগাছা সড়কে অবস্থান নেয় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা। এ সময় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তাদের গোলযোগ হয়। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সাড়ে ৩টার দিকে হরতালবিরোধীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চৌগাছা বাজারে ভাঙচুরে অংশ নেয়। এ সময় মেইন বাসস্ট্যান্ডের উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের মাালয়েশিয়া হোটেলে ভাঙচুর করা হয়। ক্যাশবাক্স ভেঙে লুট করা হয় লক্ষাধিক টাকা। একই সময় পার্শ্ববর্তী সোস্যাল ইসলামী ব্যাংক ভাঙচুর করে। পরে তারা জামায়াতের উপজেলা কার্যালয়ে গিয়ে ভাঙচুর করার পাশাপশি অগুন ধরিয়ে দেয়। এছাড়া একটি নার্সারি ও একটি কম্পিউটারের  দোকানে ভাঙচুর করা হয়। এছাড়া চৌগাছা চালবাজারে গিয়ে উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান এম এ সালামের ছোট ভাই শাহিনকে বেধড়ক মারপিট করে। এ সময় তার ব্যবহৃত ডিসকভারি মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার পর চৌগাছা বাজারে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। এলাকায়  অবস্থা বিরাজ করছে। 
সূত্র: দৈনিক মানবজমিন, ৭ জানুয়ারী ২০১৪ 

,

0 comments

আপনার মন্তব্য লিখুন