আবাসন শিল্পে প্রণোদনামূলক প্যাকেজ চায় রিহ্যাব

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গৃহায়ণ শিল্পের জন্য সরকারের কাছে একটি প্রণোদনামূলক প্যাকেজ চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে রিহ্যাব নেতারা এ দাবি জানান। রিহ্যাব সভাপতি ও সংসদ সদস্য নসরুল হামিদ এ সময় উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রিহ্যাব-এর পক্ষ থেকে দু’টি প্রস্তাব দেয়া হয়। প্রস্তাব দু’টি হচ্ছে- স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতা সাধারণের জন্য সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তিন হাজার কোটি টাকার একটি তহবিল গঠনপূর্বক গৃহায়ণ শিল্পের জন্য একটি প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণা এবং ডেভেলপারদের বিদ্যমান ব্যাংক ঋণসমূহ কোন প্রকার ডাউন পেমেন্ট ছাড়াই ১ বছরের জন্য গ্রেস পিরিয়ড প্রদান করে ঋণ পুনঃতফসিলকরণ। এ ছাড়া ‘বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গৃহায়ণ শিল্প মারাত্মক সঙ্কটে পতিত হয়েছে’ উল্লেখ করে রিহ্যাব নেতারা জানান, বর্তমানে ফ্ল্যাট ও প্লট বিক্রয় প্রায় ৬০ ভাগ হ্রাস পেয়েছে এবং ডেভেলপারদের কর্তৃক নতুন প্রকল্প গ্রহণ ৭৫ ভাগ কমে গেছে। একই সঙ্গে এ খাতে ব্যাংক ঋণ প্রবাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে সঙ্কট আরও তীব্র হয়েছে। রিহ্যাব-এর তহবিল গঠনের প্রস্তাব নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয়টির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা না করে কোন সিদ্ধান্ত দেয়া যাবে না। তবে স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতা সাধারণের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ সময় রিহ্যাব নেতারা বলেন, গৃহায়ণ খাতকে বাংলাদেশ ব্যাংক অনুৎপাদনশীল খাত ঘোষণা করায় এ খাতে কোন ব্যাংক ঋণ দিতে চায় না। তারা গৃহায়ণ খাতকে উৎপাদনশীল খাত হিসেবে ঘোষণা দেয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান। এ ব্যাপারেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা না করে কিছু বলা যাবে না বলে জানান মুহিত। 
সূত্র: দৈনিক মানবজমিন, ৯ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন