পোশাক খাতে উৎসে কর কমালো সরকার

তৈরী পোশাক ও বস্ত্র খাতের ব্যবসার জন্য উৎসে কর ০.৮ শতাংশ থেকে কমিয়ে ০.৩ শতাংশ করা হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয়া হয়েছে। জানা গেছে, পোশাক খাতের নতুন বেতন কাঠামো ও চলমান রাজনৈতিক ক্ষতি কাটাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ওই চিঠিতে বলা হয়, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩০শে জুন পর্যন্ত এ সুবিধা পাবেন সংশ্লিষ্টখাতের ব্যবসায়ীরা। তৈরী পোশাক ও বস্ত্র শিল্পে সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এটি বাস্তবায়িত হবে। অর্থমন্ত্রণলয় থেকে গত ৭ই জানুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি এনবিআর ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও ব্যবসায়ী সংগঠনের কাছে পাঠানো হয়েছে। সচিবালয়ে গত সোমবার পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এটি কমানো হয়েছে। তবে এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। চলতি মাস থেকে নতুন বেতন দেয়া শুরু হয়েছে। মালিকদের পক্ষ থেকে ১০ই জানুয়ারির আগেই এসব প্রস্তাব মেনে নেয়ার দাবি জানানো হয়। কারণ, ১০ তারিখ থেকে বেতন দেয়া শুরু হবে। মালিকরা নতুন বেতন কাঠামোতে ৭৭ শতাংশ বেতন বাড়িয়েছে। এর অংশ হিসেবে সরকার এসব প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়। এ বিজিএমইএর সহসভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ জানান, উৎসে কর ০.৮ থেকে ০.৩ করার বিষয়ে গত সেমাবারের বৈঠকেই অর্থমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ০.২৫ শতাংশ করার দাবি ছিল, সেখানে ০.৩ শতাংশ করা হয়েছে। এতে পোশাক মালিকরা সন্তুষ্ট হয়েছে বলে তিনি জানান। 
সূত্র: দৈনিক মানবজমিন, ৯ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন