এবিবি'র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নতুন কমিটি গঠিত হয়েছে। ২০১৪-১৫ সালের (দুই বছর) জন্য এবিবির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার। কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমেদ চৌধুরী, ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল মান্নান এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান। ইতিমধ্যে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

গত মঙ্গলবার রাজধানীর স্প্রেকট্রা সেন্টারে এবিবির ১৬তম বার্ষিক সাধারণ সভায় ১৮ সদস্যের বোর্ড অব গভর্নরস নির্বাচিত করা হয়। কমিটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ খান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী। যুগ্ম সচিব পদে নির্বাচিতরা হলেন যমুনা ব্যাংকের এমডি সফিকুল আলম ও ব্র্যাক ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়া নির্বাচিত ১০ জন সদস্য হলেন এনসিসি ব্যাংকের এমডি ও এবিবির সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ট্রাস্ট ব্যাংকের এমডি ইসতিয়াক আহমেদ চৌধুরী, প্রাইম ব্যাংকের এমডি মো. এহসান খসরু, ব্যাংক এশিয়ার এমডি মেহেমুদ হুসাইন, সাউথইস্ট ব্যাংকের এমডি সাহিদ হোসেন, মিডল্যান্ড ব্যাংকের এমডি এ কে এম সহিদুল হক, এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া, দি সিটি ব্যাংকের এমডি সোহেল রেজা খালেদ হুসাইন, ওয়ান ব্যাংকের এমডি মো. ফকরুল আলম এবং কমার্স ব্যাংকের সাবেক এমডি এস এ চৌধুরী।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ জানুয়ারী ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন