যুক্তরাষ্ট্রের সবচে 'সুখী' কলেজ

পৃথিবীতে সুখী মানুষ পাওয়া কষ্টকর বটে। কিন্তু অনেক মানুষের সামান্য সুখের মিলনে সুখী একটা প্রতিষ্ঠান পাওয়া একেবারে অসম্ভব কিছু নয়। তাইতো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী কলেজের খেতাব পেয়েছে টেক্সাসের এ অ্যান্ড এম কলেজ।

শিক্ষার্থীদের স্বাস্থ্য, অভিজ্ঞতা এবং সাবেক শিক্ষার্থীদের সন্তুষ্টির বিষয়টি এই খেতাব দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ২০ টি শীর্ষ স্থানীয় কলেজের মধ্যে টেক্সাস এ অ্যান্ড এম কলেজটি প্রথম স্থান অধিকার করেছে। এই তালিকায় রয়েছে স্টানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উইসকনসিন, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিননার মতো বিশ্ববিদ্যালয়। এ অ্যান্ড এম ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন ভাইস প্রেসিডেন্ট শ্যেন হিনকলি এ সম্পর্কে বলেন, এ নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নাই। কারণ এই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। যা সাধারণ অনেক শিক্ষার্থীদের মধ্যে নেই। আর এজন্যই তারা অনেক ক্ষেত্রে ভাল কিছু চিন্তা করে। আর তা ফল এই খেতাব।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৭ জানুয়ারী ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন