দিগম্বর দৌড় দিয়ে পুরস্কারের বদলে কারাগার

দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিলে কারাগারে যেতে হয়! তাহলে হয়তো আর কেউ এই প্রতিযোগিতায় অংশ নিবে না। পাকিস্তানে সেটাই হয়েছে। ছয়জনকে কারাগারে যেতে হয়েছে। তবে কারণ একটা আছে। তা হলো এরা দিগম্বর দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল!

দিগম্বর হয়ে দৌঁড় দেওয়ায় পাঞ্জাব প্রদেশের ছয়জন বালক পুরস্কারের বদলে পেয়েছে তিরস্কার। এই ছয়জন হলো, আরিফ, মাসকিন, আরশাদ, ওয়াকার, এহসান এবং আবিদ। প্রদেশের গুজরাট জেলায় তারা ২০ হাজার রুপির এক প্রতিযোগিতায় অংশ নেয়। জেলাটি লাহোর থেকে ১২০ কিলোমিটার দূরে। আশা ছিল ২০ হাজার রুপি পুরস্কার নিবে তারা। কিন্তু মাঝখানে বাঁধ সাঁধলো পুলিশ। দিগম্বর হওয়ার জন্য তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এলাকাবাসী তাদের কঠোর শাস্তি দাবি করেছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৭ জানুয়ারী ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন