কোটি টাকার জাল নোট শনাক্ত

দেশে জাল নোটের ছড়াছড়ি। গেল বছরে প্রায় কোটি টাকার জাল নোট শনাক্ত করা হয়েছে। দিনের পর দিন তা বৃদ্ধি পাচ্ছে। সারা বছরই চলে জাল নোটের কারবার। তবে দুই ঈদে নতুন টাকার চাহিদা বেশি থাকায় এ সুযোগটাকে কাজে লাগায় সংশ্লিষ্ট চক্র। চক্রের হোতাদের ধরা হয় কিন্তু শাস্তি হয় না। আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যায় তারা। আবারও একই কর্মে জড়িয়ে পড়ে ওইসব চক্র। এর জন্য পুলিশের অবহেলা এবং বিচারহীনতাকে দায়ী করা হচ্ছে। গেল অর্থবছরে ৯৫টি কেইসের মাধ্যমে ৮৪ লাখ ৯৩,৭৬০ টাকার জাল নোট শনাক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছর ১০ টাকার ২৬২টি নোট যা টাকার হিসাবে ২৬২০, ২০ টাকার ১৯৭টি নোট যা টাকার হিসাবে ৩৯৪০, ৫০ টাকার ১০৬টি নোট যা টাকার হিসাবে ৫৩০০ টাকা, ১০০ টাকার ৯১৯টি নোট যা টাকার হিসাবে ৯১,৯০০, ৫০০ টাকার ১২১৮টি নোট যা টাকার হিসাবে ৬ লাখ ৯০০০ এবং ১০০০ টাকার ৭৭৮১টি নোট যা টাকার হিসাবে ৭৭ লাখ ৮১,০০০ টাকা জাল নোট হিসেবে চিহ্নিত হয়েছে। জানা গেছে, পুলিশের বিশেষ টিম প্রতিদিন বিভিন্ন স্থান থেকে জাল নোটের আলামত জব্ধ করে। সন্দেহজনক ওই নোট কেন্দ্রীয় ব্যাংকে পাঠায়। কেন্দ্রীয় বা্যংকের কারেন্সি অফিস উদ্ধারকৃত আলামত সংবলিত ওই নোট জাল নোট শনাক্তকরণ মেশিনের মাধ্যমে পরীক্ষা করে। পরীক্ষা শেষে জাল নোট প্রমাণিত হলে সংশ্লিষ্ট চক্র কিংবা ব্যক্তি অপরাধীর বিরুদ্ধে মামলা হয়। কিন্তু অপরাধীদের উল্লেখযোগ্য কোন শাস্তি হয় না। আইনের নানা জটিলতায় পার পেয়ে যায় এসব দাগি অপরাধীরা। যার কারণে অর্থের মাঝে এই ভেজাল কিছুতেই থামছে না। এদিকে জাল নোট শনাক্তকরণ মেশিনের অপ্রতুলতায় ভুগছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন টানাপড়েনের পর ইতিমধ্যে ১০০টি মেশিন ক্রয় করা হয়েছে। তা-ও এগুলো শনাক্তকরণ নয়, পার্সেন্ট মাপার মেশিন বলে জানা গেছে। অন্যদিকে এ সংক্রান্ত বিচারের খুব বেশি গতি নেই। অপরাধীদের আইনের হাওলা করার পরও নানা জটিলতায় হয় থেমে যাচ্ছে না হয় ছেড়ে দেয়া হচ্ছে। ২০১৩ সালে মাত্র ১৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মানবজমিনকে জানান, প্রকৃত বিচার না হওয়ায় এ অপরাধ বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিন অপরাধী ধরা হয়। কিন্তু কোন এক অদৃশ্য ইশারায় তাদের আবার ছেড়ে দেয়া হয়। তিনি বলেন, অতীতে এতটা অবাধে ছিল না।
সূত্র: দৈনিক মানবজমিন, ২৭ জানুয়ারি ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন