সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় ১৬ জন আটক

সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সাড়ে ১৬ কোটি টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ব্যাংকের ম্যানেজারসহ ১২ জন কর্মকর্তা কর্মচারি ও দুই নারীসহ বাইরের চারজন রয়েছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্তে দুটি তদন্ত দল কাজ করছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এজিএম নাসিরুদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল এবং ডিজিএম শেখ আমানুল্লাহর নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল আলাদাভাবে কাজ করছে। এদিকে এ ঘটনায় গতকাল রাতে শেখ আমানুল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার ও ঢাকা রেঞ্জের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল এই শাখার ভল্ট থেকে সাড়ে ১৬ কোটি টাকা লুটের বিষয়টি ধরা পড়ে। ওই শাখার পাশের একটি বাসা থেকে সুড়ঙ্গ করে ভল্টের টাকা সরিয়ে নেয়া হয়। পুলিশের ধারণা ওই বাসার ভাড়াটিয়া যুবক এ ঘটনার সঙ্গে জড়িত। 
সূত্র: দৈনিক মানবজমিন,  ২৭ জানুয়ারি ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন