কৃষিঋণ বিতরণ ধনাত্মক

ব্যাংক খাতে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ৬০৯৫ কোটি টাকা আদায়ের বিপরীতে বিতরণ হয়েছে ৫৫০০ কোটি টাকা। একই সঙ্গে ৫১২৭ কোটি টাকা আদায়ের বিপরীতে বিতরণ করা হয় ৪৫৬১ কোটি টাকা। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৩৮%। এতে ঋণ আদায় আগের অর্থবছরের চেয়ে ১৮.৮৭% ও বিতরণ ২০.৫৯% বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, নভেম্বরে বকেয়া আদায় হয়েছে এক হাজার ৪৭৬ কোটি টাকা। এ আদায়ের বিপরীতে চলতি অর্থবছরের ৫ মাসের মধ্যে সর্বোচ্চ ১৩৭৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। যা গত নভেম্বরে ১১৭১ কোটি টাকা আদায়ের বিপরীতে ১২৩৩ কোটি টাকা বিতরণ করা হয়। এছাড়া জুলাইয়ে ৮০০ কোটি টাকা আদায়ের বিপরীতে বিতরণ হয় ৯৮১ কোটি; আগস্টে বিতরণ ৫৬৭ কোটি ও আদায় এক হাজার কোটি; সেপ্টেম্বরে ১৩০৬ কোটি আদায়ের বিপরীতে ১৩১২ টাকা বিতরণ এবং অক্টোবরে আদায় ও বিতরণ যথাক্রমে ১৫১১ কোটি ও ১২৬০ কোটি টাকা। কৃষিঋণের মধ্যে দুই ভাগে ঋণ দেয়া হয়। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে শস্যে ৫২৬৬ কোটি টাকা আদায়ের বিপরীতে ৪৭৭০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর বাইরে নন-ফার্মে ৮২৮ কোটি টাকা আদায়ের বিপরীতে ৭৩০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। 
সূত্র: দৈনিক মানবজমিন, ৭ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন