ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন

ব্র্যাক ব্যাংক লিমিটেডের অগ্রাধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএইসি)। গতকাল কমিশনের ৫০৫তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দিয়েছে। ২২ কোটি ১৬ লাখ ৫২,২২৮টি সাধারণ শেয়ার ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে। ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫,৭৬০ টাকা বাজার থেকে উত্তোলন করে তা বিএসইসির নির্দেশ অনুযায়ী কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করণে ব্যয় করা হবে। ‘এ’ ক্যাটিগরির এই ব্যাংক ২০০৭ সালে পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই ব্যাংকের শেয়ারের সংখ্যা হলো ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫,০৭৬টি। এর মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৫০%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.৬০% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৪৪.৪০% শেয়ার। এ কোম্পানির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ কনসালটেন্ট অ্যান্ড ফিনানসিয়াল অ্যাডভাইজার লিমিটেড। 
সূত্র: দৈনিক মানবজমিন, ১৬ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন