শাহজিবাজার পাওয়ারের আইপিও অনুমোদন

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএইসি)। গতকাল কমিশনের ৫০৫তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসি’র তথ্য অনুযায়ী, ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ারবাজারে ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যাংক লোন পরিশোধ করবে। ৩১ মার্চ ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে দুই টাকা ৩২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ বা এনএভি ২৪ টাকা ৫৮ পয়সা। এ কোম্পানির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ কনসালটেন্ট অ্যান্ড ফিনানসিয়াল অ্যাডভাইজার লিমিটেড। 
সূত্র: দৈনিক মানবজমিন, ১৬ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন