প্রভিশনের হার কমাতে কেন্দ্রীয় ব্যাংককে এবিবির চিঠি

ব্যাংক খাতের বর্তমান সংকট তুলে ধরে খাতের প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্তরের নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) শর্ত শিথিলের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) গভর্নর . আতিউর রহমানকে সম্বোধন করে লেখা ওই চিঠিটি গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের হাতে এসে পেঁৗছায়
শেয়ার বিনিয়োগে লোকসানের বিপরীতে রাখা প্রভিশনের শর্ত শিথিলের অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, শেয়ারের দাম পড়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে বুক ভ্যালুর নিচে নেমে যাওয়ার কারণে ব্যাংকগুলোকে উচ্চ প্রভিশন রাখতে হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনা করে ২০১৩ সালের জন্য সংরক্ষিত প্রভিশনের হাত থেকে ব্যাংকগুলোকে অব্যাহতির অনুরোধ জানানো হয়। ২০১৪ ২০১৫ সালে আটটি ত্রৈমাসিকে সমান কিস্তিতে এই প্রভিশন রাখারও প্রস্তাব করেছে সংগঠনটি। এর আগের ২০১২ সালের প্রভিশন সংরক্ষণেও একই সুযোগ চায় ব্যাংক, যদিও তা সংরক্ষণ করা হয়েছে। তা ছাড়া প্রভিশন সংরক্ষণের পরিবর্তনের কারণে নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কোনো ধরনের শর্ত না দেওয়ার বিষয়েও অনুরোধ জানিয়েছে এবিবি
স্বল্পমেয়াদি কৃষি ক্ষুদ্র ঋণের সাধারণ প্রভিশন শতাংশ থেকে কমিয়ে .২৫ শতাংশ করা এবং সাপেক্ষ দায়ের স্থিতির ওপর সংরক্ষিত প্রভিশনের হার শতাংশ থেকে কমিয়ে . শতাংশ করারও অনুরোধ জানিয়েছে সংগঠনটি
আর্থিক প্রতিবেদনের হিসাবের বাইরের দায় স্থিতির ওপর ঝুঁকিভিত্তিক সম্পদ হিসাবায়নের হার ১০০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করারও অনুরোধ জানানো হয়। এর আগে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) থেকেও একই দাবি জানানো হয়েছিল। তা ছাড়া বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক কর কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতাও প্রত্যাশা করছে সংগঠনটি
সূত্র: দৈনিক কালের কণ্ঠ, ৩০ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন