প্রজ্ঞাপন জারি করে প্রত্যাহার করলো ডিএসই

প্রজ্ঞাপন জারির ৩ দিনের ব্যবধানে তা প্রত্যাহার করে নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গত ২৭শে নভেম্বর ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি পরিবর্তন নিয়ে প্রজ্ঞাপন জারি করে ডিএসই। কিন্তু বিষয়টি ডিএসইর পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই জারি করেছিল। বিষয়টি ডিএসইর পরিচালকদের নজরে এলে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে ২৮শে নভেম্বর বোর্ড সভায় ব্যাপক সমালোচনা করে সদস্যরা। এ সময় তোপের মুখে পড়েন সিইও। কোম্পানি সচিব শেখ মোহাম্মাদ উল্লাহ এ ভুলের জন্য ক্ষমা চান। পরবর্তী সময়ে এ ধরনের কার্যক্রম থেকে ডিএসইর সিইওকে বিরত থাকার নির্দেশ দেন বোর্ড। পরে জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। জানা গেছে, গত ২৭শে নভেম্বর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদবি পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়। (প্রজ্ঞাপন নং ডিএসই-১৬/২০১৩/টিএডি-৩৭৯৭/১১১৬৭)। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদবি পরিবর্তন করে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবহার করবেন।  
কিন্তু এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদন নেয়া হয়নি। প্রজ্ঞাপনের কপি প্রেসিডেন্টের প্রধান প্রটোকল অফিসার, প্রধানমন্ত্রীর প্রধান প্রটোকল অফিসার, বিএসইসির চেয়ারম্যান, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিবের ব্যক্তিগত কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যক্তিগত কর্মকর্তা, এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা, এনডিসিসি, সব স্টেকহোল্ডার, সব তালিকাভুক্ত কোম্পানি, সিএসইসি প্রেসিডেন্ট, ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিএবির প্রেসিডেন্ট, সিডিবিএল, বিআইসিএম, বিএবিএল চেয়ারম্যান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, সব দূতাবাস, সব আন্তর্জাতিক সংস্থা, ওটিসি মার্কের সব কোম্পানির এবং সব ব্যাংকের কাস্টডিয়ানের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু পরে বিষয়টি পরিচালনা পর্ষদের নজরে এলে কয়েকজন পরিচালকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ জন্য পর্ষদের সভায় ব্যাপক সমালোচনা হয়। জানা গেছে, ডিমিউচুয়ালাইজেশন স্কিমের পার্ট-৩ অনুসারে স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উল্লেখ আছে। কিন্তু সার্বিক ব্যবস্থাপনার দেখভাল করবে পরিচালনা পর্ষদ। অর্থাৎ পদবি হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক ব্যবহার করবেন তা ঠিক করবে পরিচালনা পর্ষদ। কিন্তু পর্ষদকে না জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদবি ব্যবহার করেন। ওই পরিচালনা পর্ষদের বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। পদবি নিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয় এবং আরেকটি প্রজ্ঞাপন জারি করে ডিএসই। যার নং (ডিএসই-১৬১/২০১৩/টিএডি৩৮৩৭/১১২২৮)। ডিএসই সূত্র জানিয়েছে, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই ডিএসইর ম্যামোরেন্ডাম অব আর্টিকেল রেজস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম (আরজেএসসি) এবং আদালত থেকে অনুমোদনের ক্ষেত্রে খরচ করা করা হয়। সে বিষয়েও পরিচালনা পর্ষদের অনুমোদন ছিল না। এ বিষয়ে পরিচালনা পর্ষদ সিইওকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এ বিষয়ে ডিএসইর সিইও স্বপন কুমার বালার সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। 
সূত্র: দৈনিক মানব জমিন, ৪ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন