সাড়ে সাত হাজার স্নাতক তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি

দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসার ঘটাতে সরকার এমপ্লয়মেন্ট ইনসেনটিভ সুবিধা দিয়ে সাড়ে সাত হাজার স্নাতক তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি এবং আইটি প্রতিষ্ঠানে কর্মরত মধ্যম স্তরের ৩ হাজার ৩শ কর্মকর্তাকে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প অনলাইনে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৪ হাজার এবং সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক/আইসিটি প্রকল্প সাড়ে ৩ হাজার জনকে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান কর্তৃক চাকুরিতে নিয়োগদান পরবর্তী বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের জন্য এ এমপ্লয়মেন্ট ইনসেনটিভ দেওয়া হচ্ছে। একইসাথে আইটি শিল্পের বিকাশে আইটি এবং আইটি সক্ষম সেবা প্রতিষ্ঠানে কর্মরত স্তরের ৩ হাজার ৩শ কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণেও ইনসেনটিভ দেবে এ দুটি প্রকল্প। এর মধ্যে এলআইসিটি প্রকল্প ২ হাজার এবং হাইটেক পার্ক প্রকল্প ১৩শ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করবে। প্রকল্প দুটির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা এরই মধ্যে বেসিস এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সাথে একাধিক বৈঠক করে তাদের কাছ থেকে সফটওয়্যার উন্নয়ন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), প্রোগ্রামিং, ম্যানেজমেন্টসহ বিভিন্ন ধরনের কাজের জন্য জনবলের চাহিদাপত্র সংগ্রহ করছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন