আইসিবি’র ৮ ফান্ডের মেয়াদ বাড়লো

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)পরিচালিত আট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও দু’বছর বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের ৫০৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৩১শে ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত আইসিবি প্রথম থেকে অষ্টম মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১শে ডিসেম্বর ফান্ডগুলোর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আর এ নিয়ে তৃতীয় দফায় আইসিবি’র আট ফান্ডের মেয়াদ বাড়ানো হলো। ফলে পুঁজিবাজারে আগামী ৩১শে ডিসেম্বর ২০১৫ তারিখের আগ পর্যন্ত এসব ফান্ডের লেনদেন হবে। জানা গেছে, আইসিবি’র আট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের প্রায় ৩৩৮ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে।   

আর বর্তমান প্রেক্ষাপটে বিনিয়োগ প্রত্যাহার করা হলে বিনিয়োগকারী এবং পুঁজিবাজার উভয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে ফান্ডগুলোর মেয়াদ বাড়ানোর আবেদন করে আইসিবি। উল্লেখ্য, ২০০৯ সালের ২৩শে ডিসেম্বর এসইসি’র কমিশন সভায় মেয়াদি মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ মেয়াদ ১০ বছরের মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি শেয়ারবাজারে ইতিমধ্যে তালিকাভুক্ত যেসব মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর অতিক্রান্ত হয়েছে, সেগুলো অবলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে ২০১০ সালের ২৪শে জানুয়ারি এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে ইতিমধ্যে ১০ বছর অতিক্রান্ত মিউচুয়াল ফান্ডগুলোকে অবলুপ্ত করার জন্য ২০১১ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। আইসিবি’র অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের মেয়াদ এরই মধ্যে ১৯ বছর সম্পন্ন হয়েছে। আর প্রথম আইসিবি’র মেয়াদ হয়েছে ৩৫ বছর। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২ ডিসেম্বর ২০১৩ 

,

0 comments

আপনার মন্তব্য লিখুন