এজেন্ট ব্যাংকিংয়ে নীতিমালা চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক

শাখাবিহীন ব্যাংকিংকে বৈধতা দিতে এজেন্ট ব্যাংকিং নীতিমালা চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্টস সিস্টেম বিভাগ থেকে নীতিমালাটি জারি করা হয়। মূলত ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে সেবার আওতায় নিয়ে আসতে ব্যাংকের হয়ে দায়িত্ব পাওয়া এজেন্টরা লেনদেন করতে পারবে। তারা ব্যাংকের হয়ে সীমিত আকারে ব্যাংকিং করবে। তবে এজেন্ট ব্যাংকিং শুরু করার আগে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।  নীতিমালা অনুসারে, কেবল আইনি বৈধতা রয়েছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারবে ব্যাংকগুলো। এক্ষেত্রে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদিত এনজিও, সমবায় অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান, কোম্পানি আইনে নিবন্ধিত প্রতিষ্ঠানসহ ১০টি ক্যাটিগরির বৈধ প্রতিষ্ঠান এজেন্ট হিসেবে নিয়োগ পেতে পারবে।
নীতিমালায় বলা হয়েছে, এজেন্টরা ব্যাংকের হয়ে লেনদেন করলেও সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলোকে এর দায়িত্ব বহন ও তদারকির কাজ করতে হবে। নির্দেশনা অনুযায়ী, বৈদেশিক মুদ্রার লেনদেন এজেন্টরা করতে পারবে না। এজেন্ট এজন্য কোন কমিশন গ্রাহকের কাছ থেকে নিতে পারবে না। তবে ব্যাংক চার্জ ধার্য করতে পারবে। এর সব দায়ভারও সংশ্লিষ্ট ব্যাংকে বহন করতে হবে। একই সঙ্গে নিয়োগের আগে তাদের সঙ্গে বৈধভাবে চুক্তি সম্পাদন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নীতিমালার আলোকে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলো এজেন্ট ব্যাংক কার্যক্রম শুরু করতে পারবে। এর ফলে যেসব এলাকায় শাখা পরিচালনা ব্যয় সাপেক্ষ ছিল না সেসব এলাকায় এজেন্ট নিয়োগ দিয়ে তারা সীমিত আকারে ব্যাংকিং সেবা দিতে পারবে। 
সূত্র: দৈনিক মানব জমিন, ১০ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন