গ্রিন ব্যাংকিং বাস্তবায়নের সময় বাড়ল


ব্যাংকগুলোর জন্য গ্রিন ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়নের সময় বাড়ানো হয়েছে ফলে গ্রিন ব্যাংকিংয়ের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে এখন ব্যাংকগুলো ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত এবং তৃতীয় পর্যায় ২০১৫ সালের জুন পর্যন্ত সময় পাবে তবে নতুন ব্যাংকগুলোর জন্য সময় বাড়ানো হয়নি এর আগে দ্বিতীয় তৃতীয় পর্যায় ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছিল
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে তফসিলভুক্ত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে ব্যাংকগুলোকে পরিবেশের ওপর প্রভাব বিস্তারকারী খাতের জন্য আলাদা-আলাদা নীতিমালা, পরিবেশবান্ধব কৌশলগত পরিকল্পনা এবং পরিবেশবান্ধব উপায়ে শাখা স্থাপন করতে হবে। পরিবেশবান্ধব উপায়ে শাখা স্থাপন বলতে সেখানে বিদ্যুৎ খরচ কমাতে সোলার স্থাপন, কাগজের ব্যবহার কমানোর উপায় নির্ধারণ করতে হবে।
সূত্র: দৈনিক যায় যায় দিন, ২ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন