ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ সুবিধা

ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাই বিশেষ ঋণ সুবিধা পাবেন। এক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন করতে হবে। এরপর ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন নিয়ে স্বল্প ডাউন পেমেন্টে সর্বোচ্চ ৬ মাসের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকগুলো তাদের সুবিধামতো সুদহারও কমাতে পারবে। তবে সেটা আলোচনাসাপেক্ষে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স হলে ব্যাংক প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ঋণ শ্রেণীকরণ নীতিমালার সরাসরি কোন পরিবর্তন বা নতুন কোন সার্কুলার জারি করা হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রথম দফায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে এবং দ্বিতীয় দফায় দেশী ও বিদেশী বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এস কে সুর চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতায় যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তারাই এ সুবিধা পাবেন। তবে সব ব্যবসায়ীরা এ সুবিধা পাবেন না। বাস্তব পরিস্থিতিতে যুক্তিসঙ্গত কারণ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্বল্প ডাউন পেমেন্টে এ ঋণ পুনঃতফসিলিকরণের সুবিধা পাবেন। সভা শেষে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর সভাপতি ও এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বৈঠকে চলমান অস্থিরতায় পরিবহন, আবাসন ও পোশাক শিল্পসহ সকল ক্ষেত্রেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সমস্যা তুলে ধরেছি।  কেন্দ্রীয় ব্যাংক কয়েক দিনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। তিনি বলেন, ঋণ পুনঃতফসিলিকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত শিথিল করার পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য, ব্যবসায়ী সংগঠনগুলো বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের জন্য অনুকূল ব্যাংক ব্যবস্থা করার আবেদন জানিয়ে আসছে। এরই অংশ হিসেবে সমপ্রতি এফবিসিসিআই ও ডিসিসিআই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তারা দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অর্থনীতির চাকাকে সচল রাখতে ঋণ শ্রেণীকরণ, পুনঃতফসিলিকরণ ও সুদহার কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।]
সূত্র: দৈনিক মানবজমিন, ২৪ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন