আইওএসসিওতে বিএসইসি ‘এ’ ক্যাটিগরিতে উন্নীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটিগরিতে উন্নীত করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্স (আইওএসসিও)। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে সংস্থাটির কার্যালয় থেকে বিএসইসিকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বিএসইসির সভাকক্ষে চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন সংবাদ সম্মেলনে এ কথা জানান। ড. খায়রুল হোসেন বলেন, আইওএসসিওর এমএমওইউতে বাংলাদেশ পুঁজিবাজারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। গত কয়েক বছরে সরকারের সক্রিয় সহযোগিতায় আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছি, এর ফলে আজকের এ অর্জন। এর ফলে বাংলাদেশ তথা বিএসইসির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা সুবিধা লাভ করবে। খায়রুল বলেন, বিএসইসি আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের জন্য সহযোগিতা পাবে এবং তা প্রদান করতে পারবে। বিএসইসি আইওএসসিওর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ/নির্বাচনের যোগ্যতা অর্জন করবে। একই সঙ্গে আইওএসসিওর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করবে। তিনি বলেন, গত ২ বছরে যেসব সংস্কার কাজ হয়েছে, বিশেষত ডিমিউচুয়ালাইজেশন এবং বর্তমানে আইওএসসিওর ‘এ’ ক্যাটিগরিতে উন্নীত হওয়া বাংলাদেশ পুঁজিবাজারের গুণগত উৎকর্ষতা বহুগুণে বৃদ্ধি করেছে। যার ফলে বাংলাদেশ পুঁজিবাজার আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে। ২০১২ সালে মাদ্রিদের আইওএসসিওর সদর দপ্তর পরিদর্শনের সময় বিএসইসি ‘বি’ ক্যাটিগরি থেকে উত্তরণের বিষয়টি বিস্তারিতভাবে আইওএসসিওর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে। এরপর দেশে ফিরে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করে বিএসইসি। বিএসইসি বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইওএসসিওর সদস্য হিসেবে ১৯৯৫ সালে যোগ দেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মো. হেলাল উদ্দিন নিজামী, আরিফ খান, মো. আমজাদ হোসেন ও মো. আবদুস ছালাম সিকদারসহ বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিল। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২২ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন