আইডিআরএ’র চেয়ারম্যানকে পুনঃনিয়োগ না দিতে নোটিশ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদকে পুনরায় নিয়োগ না দেয়ার জন্য এক বিনিয়োগকারী জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর লিগ্যাল নোটিশ দিয়েছেন। গত ১৮ই ডিসেম্বর এ নোটিশ পাঠানো হয়। নেটিশে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগের জন্য যেসব শর্ত পূরণ করা প্রয়োজন সেসব শর্ত পূরণ না করায় এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকায় জনৈক শেয়ার ব্যবসায়ী ফিরোজ জামান চেয়ারম্যান পদে নিয়োগের যোগ্যতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করেন (পিটিশন নং-১১২০৬/২০১২)। সে প্রেক্ষিতে ওই রিটের উপর সরকার ও রিটকারী আইনজীবীদের মধ্যে দীর্ঘ শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এম শেফাক আহমেদের চেয়ারম্যান পদে নিয়োগ আদেশকে অবৈধ ঘোষণা করে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন। উক্ত আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ এবং শেফাক আহমেদ সুপ্রিম কোর্টে আপিল করেন এবং যা সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে বর্তমানে বিচারাধীন রয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়, তিনি পত্র-পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে, চাকুরি শেষ হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে পুনরায় নিয়োগের জন্য আবেদন করেছেন এবং তিনি নতুন নিয়োগের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন এবং যা বিবেচনাধীন রয়েছে। বিভিন্ন অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ড, কোর্ট কর্তৃক অর্থদণ্ড ও কারাদণ্ডে দণ্ডিত, আংশিক অর্থদণ্ড পরিশোধ করে জামিনে থাকা অবস্থায় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদের যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় কোর্ট কর্তৃক চেয়ারম্যান পদে তাকে অযোগ্য ঘোষণা করে পদ শূন্য ঘোষণার পর এবং গত ২৫-১১-২০১৩ তারিখে তার পুনরায় নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে দাখিলকৃত রিট পিটিশন (নং-১১৮১০/২০১৩) আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থায় তিনি কিভাবে স্বপদে বহাল রয়েছেন এবং কিভাবে তার নতুন নিয়োগের আবেদন বিবেচনা করা হচ্ছে, তা নোটিশে উল্লেখ করেছেন এবং একই সাথে শেফাক আহমেদের মতো অসৎ ব্যক্তিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান না করার জন্য উক্ত নোটিশের মাধ্যমে অনুরোধ করেছেন। উক্ত অনুরোধ বাস্তবায়িত না হলে তিনি পরবর্তীতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২২ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন