ফি ছাড়াই টাকা পাঠাতে পারবেন অভিবাসীরা

ব্যাংক একাউন্ট না থাকলেও সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বিদেশীরা দেশে তার স্বজনদের কাছে টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে কি পরিমাণ টাকা পাঠানো যাবে তার কোন সীমা নেই। যার যত ইচ্ছা তত টাকা পাঠাতে পারবেন। কিন্তু তার জন্য অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বিদেশীদের জন্য এ ব্যবস্থা চালু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি। এ কোম্পানির নাম ট্রান্সক্যাশ করপোরেশন। যেসব অভিবাসীর কোন ব্যাংক একাউন্ট নেই তাদের জন্য এ কোম্পানি চালু করেছে দ্য ট্রান্সক্যাশ মাস্টার কার্ড প্রিপেইড মানি শেয়ারিং কার্ডস। এ সুবিধা নিতে আগ্রহী যে কেউ ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমেই তাদেরকে সর্বনিম্ন ৪৫ দিরহাম করে দিতে হবে। এর বিনিময়ে তারা পেয়ে যাবেন কমপক্ষে দুটি কার্ড। এর একটি প্রাইমারি কার্ড, যার রং সবুজ। আরেকটি কার্ড দেয়া হবে যাকে বলা হয় সাপ্লিমেন্টারি। এর রং লাল। দুটি কার্ডেরই রয়েছে আলাদা একাউন্ট। তবে তা অর্থ শেয়ারের সঙ্গে যুক্ত। প্রাইমারি কার্ড হোল্ডার নিজের কাছে রাখবেন সবুজ কার্ড। আর লাল কার্ডটি দিয়ে দেবেন তার পরিবার বা স্বজনদের কাছে, যাতে এ কার্ড দিয়ে তারা টাকা তুলতে পারে। একজন একাউন্ট হোল্ডার এক সঙ্গে ১০টি সাপ্লিমেন্টারি কার্ড রাখতে পারেন। এসব কার্ড ব্যবহার করে সব রকম বিল দেয়া যাবে। ৩ কোটি ৫৬টি স্থান থেকে কেনাকাটা করা যাবে। ইন্টারনেটের বিল দেয়া যাবে। বিশ্বের ২১ লাখ এটিএম বুথ থেকে অর্থ তোলা যাবে।
ট্রান্সক্যাশের অপারেশন প্রধান এরিক শ্রিদারানে বলেছেন, যখন একজন প্রাইমারি কার্ডধারী সাপ্লিমেন্টারি কার্ডে টাকা পাঠাবেন তখন এর জন্য তার বাড়তি কোন সার্ভিস চার্জ বা ট্রানজ্যাকশন চার্জ দিতে হবে না। তবে এক্ষেত্রে মাসিক ফি দিতে হবে ১৫ দিরহাম।
সূত্র: দৈনিক মানবজমিন, ১১ নভেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন