১০০০ নারী উদ্যোক্তার সম্মেলন

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ১০০০ নারী উদ্যোক্তা নিয়ে সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ই ডিসেম্বর রাজধানীর হোটেল রূপসী বাংলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন আয়োজনে সহযোগিতায় রয়েছে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। সম্মেলনের বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে বাংলাদেশ ব্যাংক, সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্মেলন ও পণ্য প্রদর্শনীর বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, এ অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, আইএমএফ, জাইকা, ইউএস এইড, ইউএনডিপি, কেয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া প্রতিটি ব্যাংকের প্রধান নির্বাহী, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও উপস্থিত থাকবেন। এর বাইরে দর্শনার্থীদের জন্যও পণ্য প্রদর্শনী মেলা উন্মুক্ত থাকবে। সূত্র জানান, এ উপলক্ষে ১৮ই ডিসেম্বর রূপসী বাংলা হোটেলের নিচের ফ্লোরের পুরোটাই ভাড়া নেয়া হয়েছে। দিনব্যাপী সম্মেলন ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠানটিকে দুই পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এরপর বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধি, এসএমই বিশেষজ্ঞ, নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করবেন। আর দ্বিতীয় পর্বে থাকবে সফল নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা, উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের একে অপারের মধ্যে কথপোকথন, উন্মুক্ত আলোচনা ও গ্রুপ আলোচনা।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ঋণের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় প্রায় ৮ হাজার নারী উদ্যোক্তা ঋণ গ্রহণ করেছে। তাদের মধ্যে থেকেই ১০০০ হাজার উদ্যোক্তাকে এক প্ল্যাটফর্মে এনে তাদেরকে আরও উৎসাহী করার জন্যই এ সম্মেলন ও পণ্য প্রদর্শন মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্য দিয়ে ঋণ গ্রহীতারা কি অর্জন করলো সেটা যেমন বোঝা যাবে তেমনি আগামী কিভাবে আরও বেশি সংখ্যাক নারীকে এ ঋণের আওতায় আনা যাবে তারও একটা ধারণা পাওয়া যাবে। তিনি বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যখন ব্যাংকগুলোর এসএমই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তখন তারা জানতে পারবে কিভাবে আরও সহজে ঋণ পাবে। তিনি আরও বালেন, এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হচ্ছে। নতুন নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের এসএমইতে বেশি করে প্রাধান্য দেয়া হচ্ছে, যেটি এর আগে ছিল না।
সূত্র: দৈনিক মানবজমিন, ১৯ নভেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন