বিক্রি হচ্ছে না স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি

বিক্রি হচ্ছে না স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। কাতার ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান কাতার হোল্ডিংস এলএলসি নতুন করে বিনিয়োগ করায় বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্ল্যাকবেরি পরিচালনা পর্ষদ। যুক্তরাজ্যের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সূত্র জানিয়েছে, সংস্থাটি ব্ল্যাকবেরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে। ক্যানসো ইনভেস্টমেন্ট কনসেল, মার্কেল করপোরেশন এবং ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে যৌথভাবে ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিংস নামের বিনিয়োগকারী প্রতিষ্ঠান বর্তমানে ব্ল্যাকবেরির বৃহত্তর অংশীদার। সংশ্লিষ্টরা বলছেন, এ বিনিয়োগের ফলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যেতে পারবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন জন চেন। তিনি ব্ল্যাকবেরি থেকে বছরে বোনাসসহ ৩০ লাখ ডলার বেতন পাবেন। এছাড়া ৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যমানে ব্ল্যাকবেরির শেয়ারে অংশীদারিত্ব পাচ্ছেন তিনি।
সূত্র: দৈনিক সমকাল, নভেম্বর ১০, ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন