সামাজিক ব্যবসার শীর্ষ সম্মেলন কুয়ালালামপুরে

সামাজিক ব্যবসার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থেকে নভেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'বিশ্বকে বদলে দিতে সামাজিক ব্যবসা' সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শান্তিতে নোবেল জয়ী . মুহাম্মদ ইউনূস স্বাগত বক্তব্য দেবেন ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নুরফারিনিদাইং সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের প্রধান হ্যানস রিটজ সমাপনী অধিবেশনে 'মালয়েশিয়ার সামাজিক ব্যবসার রূপরেখা' শীর্ষক মূল প্রবন্ধ তুলে ধরবেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাক একই অধিবেশনে 'রূপরেখা-২০১৮' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন মুহাম্মদ ইউনূস
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, ইউনূস সেন্টার ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশন (মাইহারাপন) এই সম্মেলনের মধ্য দিয়ে ব্যবসায় দক্ষতা উদ্ভাবনী ক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরা হবে। ছাড়াও সামাজিক ব্যবসা কীভাবে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে সেসব বিষয় উপস্থাপন করবেন প্রফেসর ইউনূস
বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের বিশিষ্ট ব্যবসায়ী, গবেষক, শিক্ষক, ব্যাংকার, কর্পোরেট ব্যক্তিত্বসহ ৬০০ জন সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার ১০৭ জন অংশ নিচ্ছে
প্রসঙ্গত, সামাজিক ব্যবসার প্রথম সম্মেলনটি ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত হয়
সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ০৫ নভেম্বর, ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন