শেয়ারবাজারে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে

গেল মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক বিনিয়োগকারীদের লেনদেন ও বিনিয়োগের পরিমাণ বেড়েছে। বর্তমানে কিছু কোম্পানির শেয়ারের দাম তলানিতে চলে আসায় বিদেশি বিনিয়োগকারীরা বাজারের দিকে ঝুঁকছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে বৈদেশিক বিনিয়োগকারীরা লেনদেন করেছে ৩০৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। এর মধ্যে ক্রয় করেছে ২৬৬ কোটি ৮৫ লাখ এবং বিক্রয় করেছে ৩৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। অর্থাত্ এসময়ে বৈদেশিক বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। অন্যদিকে সেপ্টেম্বর মাসে বৈদেশিক বিনিয়োগকারীরা লেনদেন করেছেন ২৫০ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে ক্রয় করেছেন ১৬৭ কোটি ৫৫ লাখ ও বিক্রয় করেছেন ৮২ কোটি ৯০ লাখ টাকা। এক্ষেত্রে মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৮৪ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাত্ অক্টোবর মাসে লেনদেনের পরিমাণ ৫৫ কোটি এবং বিনিয়োগের পরিমাণ ১৪৩ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে।

এর আগে বৈদেশিক বিনিয়োগকারীরা গত সেপ্টেম্বর মাসে ২৫০ কোটি, আগস্টে ৩১৩ কোটি, জুলাইয়ে ২৯৭ কোটি, জুনে ৩৩৬ কোটি, মে মাসে ৩৫০ কোটি ৬৮ লাখ, এপ্রিলে ১৭৮ কোটি ৮৫ লাখ, মার্চে ১৫৮ কোটি ৯ লাখ, ফেব্রুয়ারিতে ২৫৬ কোটি ৩০ লাখ এবং জানুয়ারি মাসে ১৭৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ০৫ নভেম্বর, ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন