ব্যাংকের আমানত বাড়ছে বিনিয়োগ কমছে

রাজনৈতিক অস্থিরতা, বিদ্যুৎ ও গ্যাসসহ অবকাঠামোগত সুবিধার অভাবে ব্যাংকগুলোর বিনিয়োগ কমছে। অন্যদিকে আমানতের পরিমাণ বাড়ছে। আমানতের তুলনায় ঋণ বিতরণ কমে যাওয়ায় ঋণ ও আমানতের অনুপাত (এডিআর) ক্রমাগত কমছে। বাংলাদেশে ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরু থেকেই ব্যাংকগুলোর আমানতের তুলনায় ঋণ বিতরণ কমে যায়। এতে অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এডিআরের গড় অনুপাত দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৫৬ শতাংশ, যা জুন মাসেও ছিল ৭৪ দশমিক শূন্য এক শতাংশ।
প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত তফসিলি ব্যাংকগুলো পাঁচ লাখ ৯৩ হাজার ৯১৭ কোটি ২৪ লাখ টাকা আমানত (আন্তঃব্যাংক উদ্বৃত্ত ব্যতীত) সংগ্রহ করেছে। যা ২০১২ সালের ১৮ অক্টোবরের তুলনায় ১৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। অথচ গত বছরের একই মাসে আমানতের প্রবৃদ্ধি হয়েছিল ১৯ দশমিক শূন্য ৯ শতাংশ। একই সময়ে ব্যাংকগুলো চার লাখ ৫৩ হাজার ৮৩০ কোটি চার লাখ টাকার ঋণ বিতরণ করেছে। যা গত বছরের ১৮ অক্টোবরের তুলনায় ৮ দশমিক ২৪ শতাংশ। এ সময়ে ঋণ বিতরণে প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ৭০ শতাংশ। সে হিসেবে ঋণ প্রবৃদ্ধি কমেছে ১০ দশমিক ৪৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে তহবিল ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের তুলনায় আমানত বাড়ানোর নজর দেয়া হয়েছে। গত বছর ব্যাংকিং খাতে বেশ কিছু অনিয়মের জন্য ব্যাংকগুলো এখন ঋণের গুণগত মান যাচাইবাছাই করে ঋণ দিচ্ছে ফলে ঋণ বিতরণের পরিমাণ কমেছে।
সূত্র: দৈনিক যায় যায় দিন, ১৮ নভেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন