সবচেয়ে দামি চিত্রকর্ম!

সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড করল ফ্রান্সিস বেকনের চিত্রকর্মথ্রি স্টাডিস অব লুসিয়ান ফ্রেয়ুড নিউইয়র্কের এক নিলামে ১৪ কোটি ২০ লাখ ডলারে চিত্রকর্মটি বিক্রি হয়েছে বেকন আয়ারল্যান্ডে জন্ম নেয়া একজন ব্রিটিশ চিত্রশিল্পী ১৯৬৯ সালে তিনি চিত্রকর্মটি এঁকেছিলেন মঙ্গলবার নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি এটি নিলামে তোলে খবর বিবিসির
ক্রিস্টি জানায়, নিলামে তোলার ছয় মিনিটের মধ্যে তিন ফ্রেমের চিত্রটি বিক্রি হয়ে যায়। সময় চিত্রটির দর হাঁকা নিয়ে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। কোটি ডলার দর হাঁকার মাধ্যমে নিলাম শুরু হয়। এর বিক্রি পূর্ব মূল্য নির্ধারণ করা হয়েছিল কোটি ৫০ লাখ ডলার। কিন্তু শেষ পর্যন্ত চিত্রকর্মটি ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়। এটিই পর্যন্ত বিক্রি হওয়া চিত্রকর্মের মধ্যে সবচেয়ে দামি চিত্রকর্ম।
এর আগে গত বছর নরওয়ের চিত্রশিল্পী এডভার্ট ম্যুঞ্চেরদ্য স্ক্রিম১২ কোটি ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া ২০১০ সালে শিল্পী পিকাসোরনুডচিত্রকর্মটি ১০ কোটি ৬৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল।থ্রি স্টাডিস অব লুসিয়ান ফ্রেয়ুডচিত্রকর্মটিকে বেকনের মাস্টারপিস বা সেরা কাজ হিসেবে বিবেচনা করা হয়। বেকন এটি এঁকেছিলেন তার বন্ধু চিত্রশিল্পী লুসিয়ান ফ্রয়েডকে নিয়ে।
সূত্র: দৈনিক যুগান্তর, ১৪ নভেম্বর ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন