রেকর্ড সুদের হার কমাল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি কমে লক্ষ্যমাত্রার অর্ধেক নিচে নেমেছে। যা ইউরোজোনের অর্থনীতিতে আরেক ধরনের সংকট তৈরির আশঙ্কা তৈরি করেছে। এমন উদ্বেগ থেকেই রেকর্ড মাত্রায় বেঞ্চমার্ক সুদের হার কমাল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।
বেঞ্চমার্ক সুদের হার কমিয়ে ০.৫ শতাংশ থেকে রেকর্ড ০.২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে ইসিবি। সম্প্রতি ইউরোজোনে মূল্যস্ফীতি কমে চার বছরে সর্বনিম্ন ০.৭ শতাংশ হয়। এতে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি কমার দুষ্টচক্র তৈরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে ইসিবি। আর্থিক প্রতিষ্ঠানটির প্রধান ম্যারিও দ্রাগি বলেন, ইউরোজোন দীর্ঘমেয়াদি নিম্নমুখী মূল্যস্ফীতিতে পড়তে যাচ্ছে। এ অবস্থায় সুদের হার কমানো প্রয়োজন ছিল। যদিও এত নিম্ন সুদের হার এর আগে কখনও ছিল না।
সুদের হার কমানোর বিষয়টি জার্মানসহ কেউ কেউ সমালোচনা করলেও স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থার মতে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর ইউরোজোনের প্রবৃদ্ধি বাড়াতে এটি একটি সঠিক পদক্ষেপ। আইএমএফের মুখপাত্র গেরি রাইস বলেন, ইসিবির এ সাহসী সিদ্ধান্ত ইউরোজোনের অর্থনৈতিক পুনরুদ্ধারকে এগিয়ে নেবে। 
সূত্র: দৈনিক কালেরকণ্ঠ, ১২ নভেম্বর ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন