হলমার্ক জালিয়াতির সঙ্গে সোনালী ব্যাংক কর্মকর্তারা সম্পৃক্ত: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'হলমার্ক জালিয়াতির সঙ্গে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ব্যাপারে কাজ করছে।' আজ বুধবার সচিবালয়ে সোনালী ব্যাংকের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টর বিবেচনায় হলমার্ক কেলেঙ্কারি তেমন বড় জালিয়াতি নয়। তবে একক ব্যাংক হিসেবে একটি বড় জালিয়াতি। বিশ্বের প্রায় সব ব্যাংকেই কিছু না কিছু চুরি ও জালিয়াতির ঘটনা ঘটে থাকে। এ সব মেনে নিয়েই ব্যবসা করতে হবে। নতুন কমিটিকে আরো সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে ফান্ডেড ও ননফান্ডেড মিলে প্রায় ৪ হাজার কোটি টাকা উত্তোলন করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'স্থানীয় এলসিসহ নানা সমস্যায় রয়েছে সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকেও রয়েছে অনেক বন্ড। এ সব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। ব্যাংকটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ০৬ নভেম্বর, ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন