সোনার দাম কমল

আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা দরে বিক্রি হবে। এতে প্রতি ভরিতে প্রায় ১১৬৭ টাকা দাম কমল।
আজ বৃহস্পতিবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সোনার দাম কমিয়েছিল সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, আগের দরের চেয়ে প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা এক হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেট এক হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেট ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৯৩৩ টাকা কমেছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে প্রতিভরি ২৭ হাজার ৪১০ টাকা দরে বিক্রি হবে। রুপার দাম আগের মতোই এক হাজার ২৮৩ টাকা থাকবে।
সূত্র: দৈনিক কালের কণ্ঠ, ১৮ নভেম্বর ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন