সংসদ নেতা হলেন শেখ হাসিনা

দশম জাতীয় সংসদের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করার পর সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে। বৈঠক শেষে শেখ হাসিনাকেই সংসদীয় দলের নেতা করা হচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ঘোষিত ২৯২টি আসনের ফলাফলের মধ্যে আওয়ামী লীগ ২৩১টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে । বাকি আটটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ জানুয়ারী ২০১৪

, ,

0 comments

আপনার মন্তব্য লিখুন