কৃষি ব্যাংকের ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক

জালিয়াতির মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগে কৃষি ব্যাংকের মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার আসামি হলেন কৃষি ব্যাংকের জামালপুর জেলার মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহম্মদ, একই শাখার দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও মো. আশরাফ আলী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, ২০১০ থেকে ২০১১ পর্যন্ত কৃষি ব্যাংকের মাদারগঞ্জ শাখায় আসামিরা পরস্পর যোগশাজসে ভুয়া হিসাব নম্বর ব্যবহার করে ভুয়া জমা দেখিয়ে এবং গ্রাহকদের অনুকূলে ভুয়া ডিপোজিট খুলে প্রায় ১৬ লাখ টাকা আত্মসাত্ করেন। এ সংক্রান্ত তথ্য প্রমাণসহ প্রতিবেদন কমিশনে জমা দিলে গত মঙ্গলবার কমিশন তাদের বিরুদ্ধে চার্জশীট দেয়ার অনুমোদন দেন। এই সপ্তাহের যে কোনো দিন মাদারগঞ্জ থানায় এ মামলার চার্জশিট দেয়া হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন