ব্যক্তি পর্যায়ের বিনিয়োগে সহায়তার নির্দেশ

সরকারি সিকিউরিটিজে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগে উৎসাহ ও সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ওই সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজের ব্যাপারে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাহকরা তাদের ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যদিও এর আগে সরকার থেকে এ ব্যাপারে একাধিক সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সার্কুলারে আরও বলা হয়েছে, ট্রেজারি বন্ড বা বিলে লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এমআই মডিউল এ হিসাবধারী ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের গ্রাহকদের জন্য বিজনেস পার্টনার আইডি (বিডিআইডি) হিসাব খুলে প্রয়োজন অনুযায়ী এ বিল বা বন্ড প্রাইমারি নিলামে সংগ্রহ বা সংরক্ষণ করতে পারে।
 আবার ওটিসি বা টিডব্লিউএস ব্যবস্থায় সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয় করতে পারে। কয়েকটি প্রাইমারি ডিলার ব্যাংক ইতিমধ্যে সক্রিয়ভাবে এ ব্যবস্থা করেছে। এ অবস্থায় অন্যান্য ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকেও একইভাবে গ্রাহকদের খাতে ট্রেজারি বিল বন্ড কেনা-বেচায় সক্রিয় হতে এবং এ বিষয়ে গ্রাহকদের যাচিত তথ্য ও সহযোগিতা দ্রুত জোগান দেয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোন ব্যক্তি এবং বাংলাদেশে অবস্থিত কোন প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড ইত্যাদি ব্যবস্থাপনায় সরকারি সিকিউরিটিজ ক্রয় করা যাবে। এ ছাড়া অনিবাসী কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে দেশের অবস্থানকারী কোন ক্রয়কারীর নামে ‘অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব’-এর মাধ্যমে সরকারি সিকিউরিজে বিনিয়োগ করতে পারবে। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২৩ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন