জিএসপি ফিরে পেতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে: শিল্পমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা) ফিরে পাওয়ার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। কারণ একক দেশ হিসেবে আমেরিকা যেহেতু বাংলাদেশী পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। এছাড়া, পৃথিবীর অন্যান্য দেশে শুল্কমুক্ত রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। শপথ গ্রহণের পরদিন গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব দেয়া হবে। কারণ এখানে অনেক কিছু করার আছে। বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। বিদেশে দূতাবাস ও বৈদেশিক মিশনের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে সমন্বয় করে নতুন করে কমিটি গঠন করা হবে। এই কমিটির প্রতি মাসে একটি সভা করা হবে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে সবদিক থেকে জোর চেষ্টা চালানো হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সক্রিয় করা হবে। টিসিবি’র মাধ্যমে দ্রব্যমূল্য কমানো ও এর পরিধি বাড়ানো হবে। মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন। সরকার তাদের সেই পরিবেশ তৈরি করে দেবে। কোনভাবেই সরকার ব্যবসা করবে না। দেশের ব্যবসায়ী সমাজের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কাজের ক্ষেত্রে আমার অগ্রাধিকার হবে তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে কাজ করা এবং তাদের সহযোগিতা নিশ্চিত করা। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসা-বাণিজ্য সম্পর্কে কাজ করবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। গত দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি। বাংলাদেশের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপি সুবিধা আদায়, কোটা ফ্রি ও ডিউটি ফ্রি সুবিধা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অবস্থা বেশ ভাল। চলতি বছরে রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। তিনি বলেন, গত সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করাই এ সরকারের চ্যালেঞ্জ। আশা করি, আমরা সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো। এছাড়া, গতকাল মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, অতিরিক্ত সচিব এটিএ মুর্তজা রেজা চৌধুরী। 
 সূত্র: দৈনিক মানবজমিন, ১৪ জানুয়ারি ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন