ব্যবসায়ীরা তৃতীয় শক্তি চান না

রাজনীতিবিদের উদ্দেশে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, আপনারা যাই করেন ব্যবসায়ীদের আগুনে পুড়িয়ে মারবেন না। আপনারা ঝগড়া করেন কিন্তু মানুষ মারবেন না। আমাদের ব্যবসা করতে দিন। তিনি বলেন, যে সরকার ক্ষমতায় আসে সে বলে হরতাল ভাল না, যে বিরোধী দলে যায় সে হরতাল ডাকে। এ হরতালের কারণে আমরা যে ক্ষতির মধ্যে আছি তা পূরণ করতে সময় লাগবে। রাজনৈতিক স্বাধীনতা টিকে থাকবে না, অর্থনৈতিক স্বাধীনতা আসবে না। দেশের উন্নতি হচ্ছে স্বাধীনতার পর থেকেই। কেউ বলতে পারবে না এটা কার একক অর্জন। আমরা শান্তি চাই, সমঝোতা চাই, ব্যবসা করতে চাই। এছাড়া দেশে তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক তা আমরা চাই না। আকরাম উদ্দীন বলেন, বাংলাদেশের উন্নতিকে ত্বরান্বিত করার ক্ষমতা শুধু ব্যবসায়ীদেরই আছে। তাই দেশের অর্থনৈতিক উন্নতি দেখার জন্য দেশের মানুষ রাজনীতিবিদদের দিকে নয়, বরং ব্যবসায়ীদের দিকেই তাকিয়ে আছে। কোন তৃতীয় শক্তি ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বরাবরের মতোই আবারও ব্যাহত হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ও মানবিধাকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত ‘সংকট নিরসন ও রাষ্ট্রীয় স্বার্থে ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কাজী আকরাম বলেন, আমাদের রাজনৈতিক অস্থিরতায় ধ্বংসের মুখে। হরতাল হতে পারে কিন্তু সহিংস হরতাল গ্রহণযোগ্য নয়। রাজনীতিবিদের মধ্যে কোন আলোচনা নেই, সমঝোতার ইচ্ছা নেই। বিরোধী দলের নেতা আজ রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। তাই আজ আমরা তাকিয়ে আছি বঙ্গভবনের দিকে। আশা করছি ভাল কোন সমাধান আসবে। তিনি বলেন, একটা উদ্যোগ এসেছে। ড্যান মজিনা বাসায় বৈঠকে নিশা দেশাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে বলেছিলেন দু’দলের মহাসিচব পর্যায়ে বৈঠক হওয়া উচিৎ। আমরা চেষ্টা করেছি।এফবিসিসিআই পরিচালক আবদুল হক বলেন, বাংলাদশের জন্য বড় চ্যালেঞ্জ সঙ্কট নিরসন। সঙ্কটের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। অর্থনীতি ধ্বংস হয়ে গেলে দেশ টিকবে না। দেশের উন্নয়নের স্বার্থেই রাজনীতিবিদদের সমঝোতায় আসা প্রয়োজন। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২০ নভেম্বর ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন