পোড়ানোর আগে কেঁদে উঠলো ‘মৃত’ শিশু!

চীনে মৃত ঘোষিত এক মাস বয়সী একটি শিশুকে ধর্মীয় রীতি অনুসারে পোড়ানোর একটু আগে কেঁদে ওঠে সে। চীনের পূর্বাঞ্চলীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছিল গুরুতর অসুস্থ ছেলে শিশুটির। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত জেনে পিতা-মাতা আর চিকিৎসা না করানোর ব্যাপারে সম্মত হন। কোন হৃদস্পন্দন খুঁজে না পেয়ে শিশুটিকে মৃত হিসেবে ঘোষণা দেন চিকিৎসকরা। ডেথ সার্টিফিকেটও ইস্যু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে শেষকৃত্যের জন্য নির্ধারিত একটি ফিউনারেল পার্লারে নিয়ে যাওয়া হয়। পোড়ানোর ঠিক আগে শিশুটি কাঁদতে শুরু করে। এক মুহূর্ত দেরি না করে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। শিশুটির মধ্যে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়ায় মানবিক কারণে তাকে বিশেষ চিকিৎসায় বাঁচিয়ে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটি জন্মগতভাবেই ফুসফুসের বিকৃত গঠনের কারণে ভুগছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় এক চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। 
 সূত্র: দৈনিক মানবজমিন, ২১ নভেম্বর ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন