প্রাইভেটে ডাক্তারদের ফিস সর্বোচ্চ ৫০০ টাকা
সংসদ সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকসহ প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এ-সংক্রান্ত কাজ চলমান আছে।'
বিএনপির অনুপস্থিত সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে দেশে নকল ওষুধ তৈরি এবং বাজারজাত প্রতিরোধকল্পে সরকার সচেতন ও বদ্ধপরিকর। এই উদ্দেশে ওষুধ প্রশাসন অধিদপ্তর সব সময় তৎপর রয়েছে।
শাহেদা তারেখ দীপ্তির এক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পেঁৗছে দেয়ার লক্ষে ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক স্থাপনের লক্ষে এ পর্যন্ত ১২ হাজার ৪৪৮টি কমিউনিটি ক্লিনিক স্থাপন ও চালু করা হয়েছে।
মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাতৃমৃত্যুর হার বিগত ৯ বছরে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।সূত্র: দৈনিক যায় যায় দিন, ১৯ নভেম্বর ২০১৩
0 comments
আপনার মন্তব্য লিখুন