বেসিক ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

বিশেষায়িত খাতের বেসিক ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে কেন্দ্রীয় ব্যাংক। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে এর আগে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে সমঝোতা স্মারকে সই করিয়েছিল। স্মারকের শর্তানুসারে ঋণ প্রবৃদ্ধি ১০ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা থাকলেও বর্তমানে তা ৩০ শতাংশের ওপরে রয়েছে। এ বিষয়ে গত ২১ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। এরপর গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর মহাব্যবস্থাপক অশোক কুমার দে’কে পর্যবেক্ষক নিয়োগ করা হয়। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বেসিক ব্যাংকের আর্থিক সূচকের ক্রমাগত অবনতির হাত থেকে বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংক একজন পর্যবেক্ষক নিয়োগ করেছে। যিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, ক্রেডিট কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন। ব্যাংকের মেমোগুলো দেখে মতামত দেবেন। আর ব্যাংকে আইনবিরোধী বা আপত্তিকর কোন কিছু সংঘটিত হলে পর্যবেক্ষক কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিপোর্ট করবেন। এ ছাড়া ব্যাংকের সঙ্গে যে এমওইউ স্বাক্ষর হয়েছে সে আলোকে ঋণ বিতরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে মনিটরিং করা হবে। এটি নতুন কিছু নয়। এর আগেও অনেক ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছিল। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২৯ নভেম্বর ২০১৩  

,

0 comments

আপনার মন্তব্য লিখুন