সোনালী ব্যাংকের বেস্ট ব্রান্ড এওয়ার্ড লাভ

বাংলাদেশ ব্রান্ড ফোরাম এর বেস্ট ব্রান্ড এওয়ার্ড-২০১৩ অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংক। মিলওয়ার্ড ব্রাউন নামীয় একটি আন্তর্জাতিক বাজার জরিপ ও গবেষণা প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া উইং প্রতিযোগীদের মধ্য থেকে সোনালী ব্যাংক লিমিটেডকে ব্যাংকিং সেবা প্রদানের নিমিত্তে এ পুরস্কারের জন্য নির্বাচিত করে। রাজধানীর হোটেল সোনারগাঁও-এ সমপ্রতি সোনালী ব্যাংকের পক্ষে ব্যাংকের জেনারেল ম্যানেজার হাসান ইকবাল, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান-এর কাছ থেকে এ এ্যাওয়ার্ড  গ্রহণ করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোনালী ব্যাংক লিমিটেড এ নিয়ে টানা পঞ্চমবার বেস্ট ব্রান্ড পুরস্কার লাভ করলো। আন্তর্জাতিক বাজার জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন-এর দক্ষিণ এশিয়া উইং প্রতিযোগীদের মধ্য থেকে  বাংলাদেশের এ জরিপ কাজ পরিচালনা করেছে। দেশব্যাপী শহর ও গ্রামে এ জরিপ চালানো হয়েছে। জরিপকারীদের ভাষ্য অনুযায়ী এ দেশের সাধারণ মানুষ ব্যাংক বলতে সোনালী ব্যাংক লিমিটেডকেই বোঝেন। সাধারণত ভোক্তাদের তুষ্টি, মতামত, খুচরা বাজারে অংশীদারিত্ব, সর্বোপরি বাজারে সফলতা ধরে রাখার সক্ষমতা ইত্যাদি বিশ্লেষণে কোনটি বাংলাদেশে সেরা ব্রান্ড তা নির্ধারণের জন্য এ জরিপ কাজ চালানো হয়। 
সূত্র: দৈনিক মানবজমিন, ১২ নভেম্বর ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন